BreakingLead Newsআন্তর্জাতিক

যুদ্ধবিরতির প্রস্তাব দিল রাশিয়া, কী বলছে হামাস ও ইসরাইল?

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলা বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইহুদিবাদী ইসরাইল।

গত সোমবার থেকে গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরু করে ইসরাইল। এরপর রাশিয়ার পক্ষ থেকে প্রথম কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হল।

এ বিষয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, যুদ্ধবিরতি শুধু গাজা উপত্যকায় পালন করলে চলবে না বরং এর মধ্যে পবিত্র জেরুজালেম আল-কুদস শহরকেও অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে ইসরাইলের ঘৃণ্য হামলা বন্ধ করতে হবে।

অপরদিকে নির্বাসনে থাকা হামাসের অন্যতম নেতা সালেহ আরুরি বলেছেন, মিসর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির জোরদার প্রচেষ্টা চালাচ্ছে।

এদিকে ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলার মুখে এই দুই নেতা টেলিফোনে কথা বলেন।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলার ৬ষ্ঠ দিন চলছে। এ হামলা আরো জোরদার করেছে দখলদার বাহিনী।

গত সোমবার থেকে গাজা সীমান্তে ইসরাইলি বাহিনীর বিমান হামলার পর এখন ভূমি থেকে আর্টিলারি ফায়ার ও ট্যাংক দিয়ে গোলা ছোড়া হয়েছে।

শুক্রবার রাতে ৪০ মিনিটে গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি শুক্রবার টুইটারে এ তথ্য জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 20 =

Back to top button