Lead Newsপ্রকৃতি ও জলবায়ূ

যে চন্দ্রগ্রহণ ৫৮০ বছর পর এলো, ফের দেখা মিলবে ৬৪৮ বছর পর

আজ ছিলো শতাব্দীর সবচে দীর্ঘ চন্দ্রগ্রহণ, যা একইসাথে চলতি বছরেরও শেষ চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় বেলা ১টা ১৯ মিনিটে শুরু হয় আংশিক গ্রহণ, শেষ হয় ৪টা ৪৭ মিনিটে। তবে ‘পিনামব্রাল’ পর্যায় (সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত) আমলে নিলে সব মিলিয়ে পাঁচ/ছয় ঘণ্টার গ্রহণ দেখল বিশ্ববাসী। এত দীর্ঘ চন্দ্রগ্রহণ হাজার বছরে একবার মেলা কঠিন।

জানা গেছে, শেষবার দীর্ঘমেয়াদে চন্দ্রগ্রহণ হয়েছিল ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি। অর্থাৎ প্রায় ৫৮০ বছর পর আজ এমন দীর্ঘ মেয়াদে আংশিক চন্দ্রগ্রহণের দেখা পেল বিশ্ববাসী। এরপর ৬৪৮ বছরে এমন চন্দ্রগ্রহণের দেখা আর মিলবে না, সেক্ষেত্রে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি এমন গ্রহণ দেখা যাবে। অর্থাৎ ১ হাজার ২২৯ বছরের মধ্যে এই একবারই এমন চন্দ্রগ্রহণের দেখা মিলল।
প্রায় সাড়ে তিন ঘণ্টার মূল গ্রহণ উত্তর আমেরিকার দেশগুলো থেকে সবচে ভালো দেখা যায়। অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তা দৃশ্যমান হয়।

আমরা জানি সূর্যের আলো চন্দ্রপৃষ্ঠে প্রতিফলিত হয় বলে চাঁদ দেখতে পাওয়া যায়। তবে চন্দ্রগ্রহণের সময় চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় আসে, পৃথিবী তখন থাকে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি। এতে পৃথিবীর ছায়া পড়ে চন্দ্রপৃষ্ঠে। সে ছায়ায় চাঁদের পুরোটা ঢাকা পড়লে বলা হয় পূর্ণ চন্দ্রগ্রহণ, আর অংশবিশেষের ক্ষেত্রে সেটি হয় আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ।

আজ যেহেতু পৃথিবীর ছায়ায় চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়ে, তাই এটিকে আংশিক বা খণ্ড গ্রাস চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। কিন্তু পুরোটা ঢাকা পড়লে সেক্ষেত্রে বলা হতো পূর্ণ চন্দ্রগ্রহণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =

Back to top button