Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

যে ১৫ টি দেশ এখনো করোনামুক্ত

বৈশ্বিক মহামারি করনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনের আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা ও সুস্থ হওয়ার সংখ্যা সম্পর্কে তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

তবে বিশ্বে এমন কয়েকটি দেশ আছে যেখানে এখনো করোনার কালো থাবা পড়েনি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য মতে এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া মহাদেশের ১৫ টি দেশ এখনো করোনা থেকে মুক্ত।

যেখানে অ্যান্টার্কটিকা মহাদেশেও করোনা আঘাত হেনেছে সেখানে করোনার ছোবল থেকে মুক্ত আছে বিশ্বের ১৫ টি দেশ। শুনতে অবাক মনে হলেও এশিয়ার উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এখনো করোনা মুক্ত আছে। উত্তর কোরিয়ায় লকডাউন জারি না করা হলেও চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে তাজিকিস্তানে। বাইরের দেশ থেকে যেন কেউ আসতে না পারে সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। তবে জনসমাবেশে কোনো ধরণের নিষেধাজ্ঞা ছিল না দেশটিতে।

তুর্কমেনিস্তান শুরু থেকেই অযোগ্য স্বাস্থসেবার জন্য পরিচিতি। তবে এখানেও মেলেনি করোনা রোগী। দেশটির কিছু কিছু জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ও সেই সঙ্গে গেল সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। তবে দেশটির সত্য গোপন করার ইতিহাস রয়েছে। যা এর আগে ১৯২০ সালে প্লেগের সময়ও অনুসরণ করা হয়েছিল।

আফ্রিকার যে ‍দুটি দেশ করোনা থেকে মুক্ত তারা হলো লেসোথো ও কোমোরোস। কোমারোসে প্রথম থেকেই বাইরের দেশ থেকে মানুষ আসার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানুয়ারীতে ২৫০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয় ও কারো ফলাফল পজেটিভ আসেনি। এদিকে লেসেথোতে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করা হয়েছিল।

ওশেনিয়ার কিরিবাতি, টুভ্যালু, টংগা, সামোয়া, মার্শাল, স্যালেমন, নাউরু, পালাও, ভানুয়াতু ও সংযুক্ত রাষ্ট্র মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জে করোনা আঘাত হানেনি। এদের মধ্যে বেশিরভাগ দেশেই আগে থেকেই বন্ধ করা হয়েছে ফ্লাইট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =

Back to top button