যেভাবে মেসি-রোনালদোর চেয়ে এগিয়ে নেইমার
কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? উত্তরে দুজনের একজন কেউ সেরা বলতে রাজি নন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু। দুবারের বিশ্বকাপজয়ীর মতে মেসি-রোনালদোর চেয়ে কৌশলগত দিক থেকে এগিয়ে আছে নেইমার।
বুধবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা স্পোর্টসকে মার্কা বলেছেন, ‘কৌশলগত দিক থেকে মেসি এবং রোনালদোর চেয়ে নেইমার সেরা। কিন্তু ওকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। যেমনটা একজন নায়কের হওয়া উচিত।’
২০২২ কাতার বিশ্বকাপের ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুর্দান্ত পারফর্ম করেছেন নেইমার। আট ম্যাচে নিজে করেছেন সাত গোল। এ ছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো সাতটি। এই পারফরম্যান্সের সুবাদে ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে ব্রাজিল।
ব্রাজিলের দুটি বিশ্বকাপ জয় প্রত্যক্ষ অবদান রেখেছেন কাফু। কিংবদন্তি এই ডিফেন্ডারের নেতৃত্বে শেষবার ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল সেলেকাওরা। কিন্তু নিজের চেয়ে নেইমারকে সেরা ফুটবলার হিসেবে মনে করেন তিনি। কাফুর মতে ব্রাজিলের নেতৃত্বভার নেইমারকে দেওয়া উচিত।
কাফু বলেছেন, ‘ফুটবলে অবশ্যই ১০০ ভাগ উজার করে দিতে হবে। আমি নেইমারের চেয়ে সেরা নই। কিন্তু রাইট ব্যাক পজিশনে আমি সেরা, কারণ ওখানে আমি সবটুকু উজাড় করে দেই। নেইমারের অধিনায়ক হতে হবে। আমার বিশ্বাস নেতৃত্ব ওকে আরো গতিশীল করবে।’