রমজানের আশীর্বাদে বিশ্ব হোক করোনা মুক্ত: সাকিব
বিশ্বব্যাপী করোনাভাইরাস ভয়ানক আকার ধারণ করেছে। পৃথিবীতে ইতিমধ্যে সাড়ে ২৭ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৯৪ হাজারের মতো। বাংলাদেশেও করোনাভাইরাস বাড়ছে প্রতিনিয়ত। ইতিমধ্যে ৪৬৮৯ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন ১৩১ জন।
বৈশ্বিক এই মহামারির ফলে পুরো পৃথিবী থমকে গেছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিজ্ঞানও এখনো কোনো সমাধান খুঁজে পায়নি। এমন অবস্থায় সকল ধর্মের মানুষ আশা করছেন, সৃষ্টিকর্তা সবকিছু ঠিক করে করে দেওয়া ছাড়া উপায় নেই।
এদিকে আজ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানের জন্য রমজানের রোজা রাখা শুরু হয়েছে। কাল থেকে রমজানের পবিত্র চাদর নামবে বাংলাদেশেও। টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান আশা করছেন, রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হবে করোনা থেকে।
এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেইজে এক বিবৃতিতে লিখেছেন, ‘সমগ্র বিশ্ব আজ মুখোমুখি একটি বৈশ্বিক মহামারির। এই মহামারির প্রভাবে সমগ্র বিশ্বে আসছে দ্রুত পরিবর্তন, পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনা ভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা।’
এদিকে করোনা মোকাবিলায়ও সাকিব নিজের মতো করে অবদান রেখে চলেছেন। অসহায় ও দুস্থদের জন্য বিভিন্নবার অনুদানের পাশাপাশি হাসপাতালে কিনে দিয়েছেন সরঞ্জামাদি। এছাড়াও নিজের প্রিয় ব্যাটও নিলামে দিয়েছেন মানুষের উপকারে।