ধর্ম ও জীবন

রমজানের শেষ দশকে ৩ আমলের উপদেশ দিলেন কাবা শরিফের ইমাম

কাবা শরিফের ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়ায়ক্বিলি রমজানের শেষ দশকের প্রতিদিন ৩টি বিশেষ আমল করার কথা বলেছেন। কারণ যে কোনো দিন হতে পারে পবিত্র লাইলাতুল কদর। মর্যাদার রাত ‘লাইলাতুল কদর’-এ আমলগুলো করতে পারলে হাজার মাস তথা ৮৪ বছরের আমল করার সাওয়াব পাওয়া যাবে।

১. প্রতিরাত্রে কমছেকম এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি রাত্রটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

প্রতিরাত্রে নিদেনপক্ষে দুই রাকা’আত নফল সালাত আদায় করুন, যদি রাত্রটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা’আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিরাত্রে নিম্নে তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি রাত্রটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন খতমুল ক্বুর’আন পাঠের তুল্য সাওয়াব পাবেন।

★এই পরামর্শ কেবলমাত্র আমলের উৎসাহ দিতে, এটা ইবাদতের শর্টকাট কোনো পন্থা যেনো না ভাবি। অথবা এটিই একমাত্র শবেকদরের আমল যেনো মনে না করি।

কেউ যেনো বঞ্চিত না হই তাই নূন্যতম এটি করতে বলা। আমাদের বেশী বেশী আমল করা উচিৎ। রাসূল সা. এর মত মাজা বেঁধে ঝাঁপিয়ে পরা উচিৎ শেষ দশকে। মনে রাখা দরকার ক্বদরের রাত্রির ভাগীদার হবার সবচেয়ে বেশী উপযুক্ত আমল হচ্ছে আল্লাহর জন্য ইতিক্বাফ করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =

Back to top button