অন্যান্যখেলাধুলা

রাতে তামিমের আড্ডার সঙ্গী হবেন মাশরাফি

করোনাভাইরাসের কারণে লকডাউনের অফুরান অবসর সময়টা খানিক প্রাণবন্ত করে তুলতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার তামিম ইকবাল। একেকদিন একেক ক্রিকেটারকে নিয়ে তিনি আড্ডা দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার থেকে শুরু হওয়া এই লাইভ আড্ডায় এরই মধ্যে অংশ নিয়েছেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (সোমবার) তৃতীয় দিন তামিম ইকবাল এই আড্ডায় সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

বরাবরের মতো আজ রাত ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মাশরাফির সঙ্গে লাইভ আড্ডায় বসবেন তামিম। তবে সত্যি সত্যিই মাশরাফিকে এতে পাওয়া যাবে কি না, তা নিয়ে যেন খানিক সংশয় রয়েই গেছে তামিমের।

তাই তো রোববার রাতে মাহমুদউল্লাহর সঙ্গে আড্ডার সময় এ নিয়ে মজা করতেও ছাড়েননি দেশসেরা এ ওপেনার। লাইভ আড্ডায় মাশরাফিকে আনার প্রসঙ্গ এলে তামিম বলেন, ‘মাশরাফি ভাইকে তো বলছি (আসার কথা)। কিন্তু দেখা যাবে, দশটার সময় লাইভ, আমাকে ৯টা ৫০ মিনিটে ফোন দিয়ে বলবে, আজকে তো পারব নারে। (হাসি)’

মাশরাফি আসবেন কি আসবেন না, তা জানা যাবে রাত ১০টায়ই। তবে তার আগে তামিম নিজের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে ফেলেছেন মাশরাফিকে নিয়ে আড্ডার। সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সে আড্ডায় শরীক হওয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eight =

Back to top button