বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসান শুক্রবার ভোররাতে যুক্তরাষ্ট্রে তার স্ত্রী-সন্তানের কাছে ফিরে যাচ্ছেন।
রাত ৩টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এই স্টার ক্রিকেটারের ।
আইসিসির নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাইরে থাকা সাকিব গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রস্তাবিত তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে বিকেএসপিতে স্বতন্ত্র অনুশীলন শুরু করেন তিনি।
আইসিসি আরোপিত এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২৯ অক্টোবর আবারও মাঠে নামার কথা রয়েছে সাকিবের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেছেন, বোর্ড শ্রীলঙ্কা সফরে সাকিবের প্রত্যাবর্তন প্রত্যাশা করছে।
সাকিব তার ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাহউদ্দিনের নির্দেশনা ও পরিকল্পনার ভিত্তিতে ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে স্বতন্ত্র অনুশীলন শুরু করেছিলেন এবং বিসিবির কোনো সুযোগ-সুবিধা ছাড়াই ২৫ দিন তা অব্যাহত রেখেছিলেন।
তবে শ্রীলঙ্কায় কোয়ারেন্টাইন সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ স্থগিত হওয়ায় সাকিব তার পরিবারের কাছে ফেরার সিদ্ধান্ত নেন।