রাহুল গান্ধীকে ‘নার্ভাস, অপরিণত’ মনে করেন ওবামা
রাহুল গান্ধীকে বিজেপি নেতারা হামেশাই ‘পাপ্পু’ বলে থাকেন। বাংলায় যার অর্থ ‘বোকা ছেলে’। অমিত শাহ তো তাঁকে রাহুল বাবা বলে সম্বোধন করেন। অর্থাৎ, তিনি নেহাতই বাচ্চা ছেলে, হাবাগোবা। আর কংগ্রেসের যুবরাজ সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ধারণা, ”তিনি খুবই নার্ভাস ও অপরিণত, তাঁর গুণগুলি এখনও পরিপক্ক হয়নি।”
ওবামা তার লেখা স্মৃতিচারণমূলক বই ‘অ্যা প্রমিসড ল্যান্ড’-এ এসব কথা বলেছেন। বৃহস্পতিবার বইটির রিভিউ প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। সেখানে উঠে এসেছে রাহুল গান্ধীর কথা।
রাহুল গান্ধীর ব্যক্তিত্ব নিয়ে ভারতের রাজনীতিতে আগে থেকেই এমন কথা প্রচলিত। বিরোধীরা প্রায়ই তাকে ‘নাবালক’ বলে বিদ্রূপ করেন।
ওবামা লিখেছেন, ‘রাহুল গান্ধীর নার্ভাস এবং অপরিণত বৈশিষ্ট্য এমন, যেন মনে হয় কোনো ছাত্র; যে তার শিক্ষকের দৃষ্টি কাড়তে চাইছে। কিন্তু তার তৎপরতার অভাব রয়েছে অথবা বিষয়টি বোঝানোর ক্ষমতা কম।’
ওবামা সোনিয়া গান্ধীর কথাও বলেছেন। তার মন্তব্য, ‘আমরা শুধু চার্লি ক্রিস্ট বা রাহম এমানুয়েলের মতো হ্যান্ডসাম পুরুষদের কথা শুনেছি। কিন্তু রাজনীতিতে নারীদের সৌন্দর্যের কথা শুনিনি। এক্ষেত্রে দুই একজন ব্যতিক্রম আছেন, তাদের মধ্যে সোনিয়া গান্ধী একজন।’
২০১০ এবং ২০১৫ সালে ভারত সফরে যাওয়া ওবামার কথায় মনমোহন সিং একজন ‘অবিচল’ মানুষ। তার সঙ্গে সাবেক মার্কিন ডিফেন্স সেক্রেটারির তুলনা করেছেন তিনি।
ওবামার লেখায় রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথাও। পুতিনকে স্ট্রিট স্মার্ট বস হিসেবে আখ্যা দিয়েছেন।
৭৬৮ পেজের এই বইটি ১৭ নভেম্বর বাজারে আসার কথা। বইয়ের পাতায় পাতায় তিনি তুলে ধরেছেন নিজের রাজনৈতিক পর্যবেক্ষণের কথা।