রায়ো ভায়োকানোর সাথে পরাজয়ের পর বার্সেলোনার কোচ কোম্যানকে বরখাস্ত
বুধবার নিজেদের টুইটার অ্যাকাউন্টে কোম্যানকে বরখাস্ত করার খবরটি জানায় বার্সেলোনা। আর তা নিশ্চিত করেছে স্পেনভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্তও।
শুধু স্পোর্তই না, ফুটবল বিষয়ক জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ কথা জানিয়েছেন।
বুধবার (২৭ অক্টোবর) রায়োর বিপক্ষে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। এ নিয়ে লিগে সবশেষ দুই ম্যাচে হারল কাতালান ক্লাবটি। আগের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের হারটি ছিল ২-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগেও সময়টা ভালো যাচ্ছিল না কোম্যানের বার্সার। ইউরোপ মঞ্চে এবারের মৌসুমে তিন ম্যাচের দুটিতেই হার বরণ করেছে তারা। এর মধ্যে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলের হারটিও রয়েছে।
বার্সেলোনার কোচ হিসেবে কোম্যানের বরখাস্ত হওয়ার কথা চলছিল বহুদিন আগে থেকেই। অনেকেই বলছিলেন কোম্যান বার্সাকে অত দূর নিয়ে যেতে পারবেন না। কথা উঠছিল কোম্যান এটা পারেন না, ওটা পারেন না বলে! তোপের মধ্যে থাকায় বার্সার নতুন কোচও কেউ কেউ নির্ধারণ করে ফেলছিলেন! কেউ বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজের কথা বলছিলেন তো কেউ অ্যান্তোনিও কন্তের কথা। আবার কেউ কেউ বার্সার কিংবদন্তি খেলোয়াড় জাভি হার্নান্দেজকেও কোচ হিসেবে দেখতে চাইছিলেন। এবার সে আশার যে কোনো একটি পূরণ হতে চলেছে বার্সা সমর্থকদের।
অনেকে মনে করেন, কোম্যান চাকরি হারানোয় কোচ হওয়ার দৌড়ে নিঃসন্দেহে এগিয়ে থাকবেন ইন্টার মিলানের সাবেক কোচ কন্তে। কেননা এখন কোনো ক্লাবের সঙ্গে আবদ্ধ নন তিনি। ইতালির ক্লাবটিকে লিগ জিতিয়ে এ বছরের মার্চেই অব্যাহতি নিয়েছেন তিনি, সেটাও ক্লাবের অভ্যন্তরীণ সমস্যার কারণে। এর আগে কোচিং করিয়েছেন চেলসি, ইয়্যুভেন্তাস, আটালান্টার মতো দলগুলোকে। কন্তে কোচ ছিলেন ইতালি জাতীয় দলেরও।