Breakingআন্তর্জাতিক

রিজার্ভ কমেছে আরও ৪ কোটি মার্কিন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত গতিতে কমছে। গত এক সপ্তাহের ব্যবধানে গ্রস হিসাবে রিজার্ভ কমেছে ১০ কোটি মার্কিন ডলার। নিট হিসাবে কমেছে ৪ কোটি ডলার।

বৃহস্পতিবার দিনের শুরুতে দেশের গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৯৫৪ কোটি ডলার। গত ৩ আগস্ট ছিল ২ হাজার ৯৬৪ কোটি ডলার। গত এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ কমেছে ১০ কোটি ডলার।

বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২ হাজার ৩২৬ কোটি ডলার। গত ৩ আগস্ট ছিল ২ হাজার ৩৩০ কোটি ডলার। এক সপ্তাহে নিট রিজার্ভ কমেছে ৪ কোটি ডলার।

সূত্র জানায়, রিজার্ভ থেকে ডলার নিয়ে বিভিন্ন তহবিলে বিনিয়োগ থেকে ডলার তুলে আনছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে গ্রস রিজার্ভ বেশি কমছে।

এদিকে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জুলাই আগস্টের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা শোধ করতে হবে। তখন এক সঙ্গে ১০০ কোটি ডলারের বেশি পরিশোধ করতে হয়। ফলে ওই সময়ে রিজার্ভ আরও কমে যেতে পারে।

সরকার বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়ার চেষ্টা করছে। এসব ঋণ রিজার্ভে যোগ হলে এর ওপর চাপ কিছুটা কমতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 6 =

Back to top button