ফের পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি সম্মানজনক এই পুরস্কারটি রেকর্ড দশমবারের মতো হাতে তোলেন দেশটির জাতীয় দলের অধিনায়ক এই সুপারস্টার।
২০০৭ সাল থেকেই এই পুরস্কারে আধিপত্য ধরে রেখেছেন রোনালদো। মাঝে শুধু ২০১০ ও ২০১৪ সাল বাদ পড়েছিলো। তখন সিমাও ও পেপে এটি জয় করেন।
গত মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি দেন রোনালদো। তার প্রথম মৌসুমেই জুভেন্টাস টানা অষ্টম সিরি আ শিরোপা জয় করে।
ফলে অ্যাতলেটিকো মাদ্রিদে খেলা তরুণ পর্তুগীজ সেনসেশন জোয়াও ফেলিক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের বানার্দো সিলভাকে সহজেই হারিয়ে পর্তুগালের সেরা হন সিআর সেভেন রোনালদো।