রোনালদোর মুকুটে আরেকটি পালক
আরো একটি পালক যুক্ত হলো পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সাফল্যের মুকুটে। এবার তিনি জিতেছেন মার্কা লেজেন্ড অ্যাওয়ার্ড। সম্প্রতি মাদ্রিদের টেট্রো রেইনা ভিক্টোরিয়াতে জমকালো আয়োজনে পর্তুগিজ তারকার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন মার্কার ডিরেক্টর হুয়ান গায়ার্দো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ।
গত মৌসুমে রিয়াল ছেড়ে ইয়ুভেন্তাসে যোগ দেন সিআর সেভেন। প্রায় এক দশক রিয়ালে দাপটের সাথে খেলেছেন তিনি। করেছেন ৪৫১ গোল। পাঁচ চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি দুইবারের লা লিগা শিরোপার সঙ্গে চারবার ব্যালন ডি’ অর জিতেছেন।
মার্কা পত্রিকা ১৯৯৭ সাল থেকে লেজেন্ড অ্যাওয়ার্ড দিয়ে আসছে। স্পেনের ক্রীড়া সংবাদ মাধ্যমটি দুনিয়ার শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের দিয়ে থাকে এই পুরস্কার। রোনালদো ছাড়াও এই পুরস্কার জিতেছেন মাইকেল জর্ডান, পেলে, উসাইন বোল্ট, রজার ফেডেরার, রাফায়েল নাদাল, মেসির মতো গ্রেট অ্যাথলিটরা। এর আগে ২০০৯ সালে এই পুরস্কার পেয়েছিলেন লিওনেল মেসি। পরের ৯ বছরে কোনো ফুটবলার পাননি এই পুরস্কার।