লকডাউনে বাজার করতে গিয়ে বউ নিয়ে ফিরল গুড্ডু
বিশ্বজুড়েই চলছে লকডাউন। প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা বাইরে বের হন না। এই পরিস্থিতিতে বাজার করতে বের হয়ে বউ নিয়ে বাড়ি ফিরেছেন এক যুবক। আজব এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদ শহরে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২৬ বছর বয়সী গুড্ডু বাজার করতে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরেছেন নতুন বউ নিয়ে।
ছেলের গোপনে বিয়ে ও হঠাৎ বউকে নিয়ে বাড়ি ফেরার কাণ্ড দেখে বিস্মিত গুড্ডুর মা। শুধু তাই নয়, নতুন বউকে নিয়ে ছেলেকে বাড়িতেই ঢুকতে দেননি তিনি। এমনকি ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যান।
গুড্ডুর মা বলেন, ‘গতকাল ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম। আর সে কিনা ফিরল বউ নিয়ে। এই বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি।’
পরে জানা যায়, দুই মাস আগেই গুড্ডু বিয়ে করেন। কিন্তু সাক্ষীর অভাবে বিয়ের সনদ সংগ্রহ করতে পারেননি। সনদ সংগ্রহ করার চেষ্টার মধ্যেই শুরু হয়ে যায় লকডাউন।
গুড্ডু জানান, এই লকডাউনের কারণেই স্ত্রীকে বাড়িতে আনতে বাধ্য হয়েছেন তিনি। তাঁর স্ত্রী সাবিতা দিল্লির একটি ভাড়া বাড়িতে থাকেন। লকডাউনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাড়ির মালিক সাবিতাকে বাড়িটি ছেড়ে দিতে বলেন। এরপরই স্ত্রীকে বাড়িতে নিয়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি।
সাহিবাবাদ থানার পুলিশ সাবিতার বাড়িওয়ালার সঙ্গে কথা বলেছে। সাবিতাকে দিল্লিতে থাকতে দিতে বাড়িওয়ালাকে নির্দেশ দিয়েছে পুলিশ।