কোরআন অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে শহিদুন্নবী জুয়েল (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আরও ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে ওই ঘটনায় আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ১৬ জনের মধ্যে মঙ্গলবার আদালতে ৫ জনের রিমান্ডের আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফেরদৌসী বেগম তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এরা হলেন, আশরাফুল (৩২), বায়োজীত বোস্তামী (২০), রফিকুল ইসলাম রফিক (১৯), শরিফুল (২০) ও মাসুম মিয়া (৩২)।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে জোড় তৎপরতা চলমান রয়েছে।