রাজনীতি

শত্রুর ষড়যন্ত্র, বন্ধুদের সমালোচনা বুঝতে হবে প্রধানমন্ত্রীকেঃ ইনু

“শুধু বাইরের শত্রুই নয়, ঘরের শত্রু, ঘরকাটা ইঁদুর-উঁইপোকাদের মোকাবেলায় সতর্ক হোন। শত্রুদের ষড়যন্ত্র এবং বন্ধুদের সমালোচনার পার্থক্য সরকার ও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে” বলে মন্তব্য করেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি।

গতকাল শুক্রবার জাসদ জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, “বিএনপি তাদের পুরনো সঙ্গী জামায়াতকে সাথে নিয়ে অসাংবিধানিক সরকার আনার অস্বাভাবিক রাজনীতির পথে থেকেই নতুন করে জল ঘোলা করা শুরু করেছে। সরকার প্রশাসনিক ও আইনগতভাবে জঙ্গিদের কাবু করলেও জঙ্গিদের বিরুদ্ধে সর্বব্যাপক রাজনৈতিক লড়াইয়ের ঘাটতির কারণে জঙ্গিবাদের উৎপাদন ও পুনরুৎপাদন অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, একদিকে জঙ্গিবাদীরা বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করছে। অন্য দিকে সরকার-প্রশাসনের চারদিকে দুর্নীতির চোরাবালি তৈরি হয়েছে। দুর্নীতির সিন্ডিকেট সরকারকে ঘিরে ফেলছে। গুণ্ডাতন্ত্রের দাপট চলছে।

জাতীয় অর্থনীতির সক্ষমতা বৃদ্ধি এবং এত উন্নয়নের পরও নীতি-কাঠামোগত দুর্বলতা ও মুক্তবাজার অর্থনীতির মোহ থেকে বের হতে না পারায় সামাজিক-অর্থনৈতিক বৈষম্য ভয়ঙ্করভাবে বেড়েই চলেছে।”

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর খসড়া রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। সভার শুরুতে ৪৫তম তাহের দিবস উপলক্ষে দলের মুখপাত্র ‘লড়াই’ এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

Back to top button