শনিবার অভ্যন্তরীণ তিন রুটে বিমানের ফ্লাইট শুরু
শনিবার (২৫ জুলাই) থেকে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ তিনটি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করা হবে।
তবে এই তিন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট পরিচালনা করবে- তা পরিষ্কার করেনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান।
সূত্র বলছে, আপাতত এই তিন রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট চলবে। পরবর্তীতে যাত্রী চাহিদা অনুযায়ী ফ্লাইট বাড়ানো হবে।
এদিকে গত বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।
বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমান কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬ থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।