বাংলাদেশের বৈশ্বিক শান্তি সূচকে এবারও ৩ ধাপ অগ্রগতি হয়েছে। ভারত পাকিস্তানকে পেছনে ফেলে তালিকায় ৯৭ তম স্থানে ঢাকা। ১৬৩ দেশ নিয়ে এ তালিকা প্রকাশ করেছে, অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান- ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস-আইআইপি।
নাগরিকদের জীবনযাপনে নিরাপত্তা ও সুরক্ষা, অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড ও শান্তিপূর্ণ সমাজ গঠনে দেশগুলোর নেয়া পদক্ষেপের তথ্যের ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়।
২০০৮ সাল থেকে শান্তিপূর্ণ দেশের শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থানে। এরপরই নিউজিল্যান্ড, পতুর্গাল, অস্ট্রিয়ার অবস্থান।
দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি বাংলাদেশের। সামগ্রিকভাবে ২ দশমিক ৩ শতাংশ অগ্রগতি নিয়ে বাংলাদেশের স্কোর এবছর ২ দশমিক ১২১।
৩ মাপকাঠির সব কয়টিতেই বাংলাদেশের অগ্রগতি উল্লেখ করে জিপিআই বলছে, সবচেয়ে উন্নতি সামাজিক সুরক্ষা ও নিরাপত্তায়। তালিকায় যুক্তরাষ্ট্র ১৩৮, প্রতিবেশি ভারত ১৩৯ আর পাকিস্তানের অবস্থান ১৫২।