Lead Newsরাজনীতি

শাহজাহান সিরাজের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

ষাটের দশকে রাজনীতির উত্তাল সময়ে এই দেশে ছাত্র আন্দোলনের পুরোধা হিসেবে ছাত্রলীগের শাহজাহান সিরাজ ছিলেন অন্যতম। বর্ণাঢ্য জীবনের অধিকারী মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠক আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শাহজাহান সিরাজের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শাহজাহান সিরাজের আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।   

শাহজাহান সিরাজ ১৯৪৩ সালের ১ মার্চ  জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আব্দুল গনি মিয়া এবং মাতার নাম রাহিমা খাতুন। বাড়ি টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বেতডোবাতে। শাহজাহান সিরাজ স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ছাত্ররাজনীতির নেতাদের একজন। বাংলাদেশের জাতীয় পতাকা তৈরির পরিকল্পনাকারীদের মধ্যে তিনি অন্যতম। ৩ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তিনি।

ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা শাজাহান সিরাজ বঙ্গের ‘আলীগড়’ খ্যাত টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত কলেজের ছাত্র সংসদের দুবার ভিপি নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের আগে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরবর্তী সময়ে দক্ষ, জনপ্রিয় রাজনীতিবিদ শাজাহান সিরাজ জাসদ ও বিএনপির প্রার্থী হয়ে ১৯৭৯, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে পাঁচবার টাংগাইল-৪ (কালিহাতী) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির নেতৃত্বাধীর চার দলীয় জোট সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী, বন ও পরিবেশমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্বাধীনতার পর শাজাহান সিরাজ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরবর্তী সময়ে তিনি জাসদ থেকে বিএনপিতে যোগদান করে ভাইস চেয়ারম্যান হন। ওয়ান-ইলেভেনের সময়ে দুর্নীতির দায়ে শাজাহান সিরাজের জেল হয়।

শিক্ষানুরাগী হিসেবে এই রাজনীতিবিদ কালিহাতী উপজেলা সদরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি স্ত্রী রাবেয়া সিরাজ, এক ছেলে রাজিব সিরাজ শুভ এবং এক মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শাজাহান সিরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কালিহাতী ও টাঙ্গাইলের সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =

Back to top button