শাহরুখ কন্যা সুহানা অভিনীত প্রথম সিনেমার মুক্তি
বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খানের কন্যা সুহানা খান অভিনীত প্রথম শর্ট ফিল্ম ‘দ্য গ্রে পার্ট অফ দয়া ব্ল্যু’ মুক্তি পেয়েছে।
ইতিমধ্যে সুহানার অভিনয় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে চলচ্চিত্র পাড়ায় তার অভিনয় দক্ষতা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।
এনডিটিভি বাংলার খবরে বলা হয়, ‘দ্য গ্রে পার্ট অফ দয়া ব্ল্যু’ মুক্তির সাথে সাথে ইন্টারনেট দাপিয়ে বেড়াচ্ছে। প্রথম ফিল্মের ভিডিও -ই প্রমাণ করে দিয়েছে সুহানার অভিনয় দক্ষতার কথা।
ক্লাসের বন্ধুদের নিয়ে তৈরি শর্ট ফিল্মে সুহানা খান মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। সুহানা যে তার বাবার মতোই বলিউডের জগত দাপিয়ে বেড়াতে চানা তা তার বাবা শাহরুখ খান নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।
প্রসঙ্গত, শাহরুখ কন্যা সুহানা খান এ বছর নিজের গ্রাজুয়েশন শেষ করেছেন, কিন্তু তিনি ভবিষ্যতে আরও পড়াশোনা করতে চান তাই নিউইয়র্কেই আছেন তিনি।
অন্যান্য স্টার কিডসদের মতন সুহানাও বলিউডে নিজের একটা শক্ত মাটি গড়ে তুলতে আগ্রহী, কিন্তু তার বাবা শাহরুখ খান এক সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, নিজের পড়াশোনা শেষের পরই সুহানা রুপালি পর্দায় পা রাখবেন।