Lead Newsবিবিধ

শিক্ষাবিদ নাজমা চৌধুরীর ইন্তেকাল

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রজেউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মৃত্যু বরণ করেন।

গুলশানের আজাদ মসজিদে আসরের নামাজের পর নাজমা চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাঁর দাফন হবে।

১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন নাজমা চৌধুরী। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৯ বছর।

দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রয়েছে নাজমা চৌধুরীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা।

তার সম্পাদিত বই ‘উইমেন অ্যান্ড পলিটিকস ওয়ার্ল্ডওয়াইড’ ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত শ্রেষ্ঠ প্রকাশনা হিসেবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের পুরস্কার পায়। নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নাজমা চৌধুরীকে ২০০৭ সালে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে। ২০০৮ সালে তিনি একুশে পদক পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 1 =

Back to top button