শিক্ষার্থীদের জমানো টাকায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
শিক্ষার্থীদের জমানো টাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জের ‘রেডিয়েশন টিচিং জোন’ নামে একটি কোচিং সেন্টারের শিক্ষার্থীরা।
শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও দায়িত্বশীলরা এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তারা সিদ্ধিরগঞ্জের যেখানে অসহায় মানুষ পেয়েছেন, সেখানেই শীতবস্ত্র দিয়েছেন।
এতে উপস্থিত ছিলেন রেডিয়েশন টিচিং জোনের পরিচালক রাকিব হাসান ফাহাদ, আরিয়ান আলম, মো. মানিক মিয়া, রাজিব হাসান রিয়াদ, প্রামানিক রাকিব, ফজলুল করিম, রোসমান, সাবরিনা প্রামাণিক, মিরাজ, তন্ময়, সিয়াম, নাহিদ, বিন্দু ও শারিব প্রমুখ।
রেডিয়েশন টিচিং জোনের পরিচালক রাকিব হাসান ফাহাদ বলেন, চলতি বছরে প্রচণ্ড শীত পড়েছে। দরিদ্র মানুষের শীতের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের জমানো টাকায় পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র কিনে শুক্রবার দিবাগত রাতে শীতার্তদের মধ্যে বিতরণ করেছে।
রাকিব হাসান ফাহাদ আরও বলেন, আমরা আমাদের এমন উদ্যোগ অব্যাহত রাখবো।