শৌচাগার পরিষ্কার করে ভাইরাল ভারতের মন্ত্রী (ভিডিওসহ)
ভারতের মধ্যপ্রদেশের এক সরকারি অফিসে যান বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুমন সিং। চারদিকের নোংরা আবর্জনা দেখে ক্ষুব্ধ হন তিনি। এরপর তিনি নিজের হাতেই টয়লেট পরিষ্কার করার কাজ শুরু করে দেন।
রাজ্যের শিবরাজ সিং চৌহান সরকারে মন্ত্রী প্রদ্যুমন সম্প্রতি মোতি বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলতে যান। ফেরত আসার সময় কার্যালয়ের কিছু নারী কর্মচারী মন্ত্রীর কাছে অভিযোগ নিয়ে আসেন।
তারা জানান, কার্যালয়ে তাদের জন্য বানানো টয়লেট নিয়মিত পরিষ্কার করা হয় না। ওই টয়লেটটি অনেক নোংরা, আর সেখানে গেলে মানুষ আরো অসুস্থ হয়ে যাবে।
কর্মচারীদের অভিযোগ পাওয়ার পর মন্ত্রী ওই টয়লেটে যান। সেখানে গিয়ে তিনি টয়লেটের শোচনীয় অবস্থা নিজের চোখেই দেখেন। এরপর তিনি টয়লেট পরিষ্কার করার সামগ্রী নিয়ে নিজেই তা পরিষ্কার করার কাজ শুরু করেছে।
মন্ত্রী সরকারি কর্মচারীদের ধমক না দিয়ে স্বচ্ছতা বজায় রাখার উপদেশ দেন। অফিসারদেরও শৌচালয় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দেন।
তবে তিনি এটা জানিয়ে দেন, এরপর যদি এই বিষয়ে আবারো অভিযোগ আসে তাহলে সংশ্লিষ্ট কর্মী এবং অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী তোমার সিং এ রকম কাজ এই প্রথম করলেন না। এর আগে তিনি একটি নোংরা নর্দমা দেখে নিজেই পরিষ্কার করেন।