আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক করা হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে। আজ (মঙ্গলবার) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নিল ম্যাকেঞ্জি এমনিতেই ছিলেন সাদা বলের ব্যাটিং কনসালটেন্ট। ২০১৮ সালের জুলাই মাসে এই পদে যোগ দিয়ে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত মেয়াদ ছিল তার। তাকে লাল বলের ব্যাটিং কনসালটেন্ট হিসেবেও পেতে চেয়েছিল বিসিবি।
তবে লাল বলের জন্য এই দায়িত্ব পালনে শুরু থেকে অপরাগতা প্রকাশ করা ম্যাকেঞ্জি করোনাকালে পরিবারকে রেখে কোথাও যাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে বিসিবি’র চাকুরি থেকে সম্প্রতি দিয়েছেন ইস্তফা।
শ্রীলংকা সফরে ৩ ম্যাচের টেস্ট সিরিজের জন্য বিসিবি খুঁজছিল একজন হাই প্রোফাইল ব্যাটিং কনসালটেন্ট। কথা বলেছে নিউজিল্যান্ডের হয়ে ৫৫ টেস্ট,১৯৭ ওয়ানডে এবং ৮ টি-২০ খেলা ক্রেইগ ম্যাকমিলানের সঙ্গে। তিন ফরমেটের ক্রিকেট মিলিয়ে ৮ হাজারের উপরে রান এবং ৯ সেঞ্চুরির এই মালিক ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন।
২০১৯ বিশ্বকাপ শেষে হেড কোচ মাইক হেসনের সঙ্গে ব্যাটিং কোচ ম্যাকমিলানও দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দিয়ে খুঁজছিলেন চাকুরি। বিসিবি’র প্রস্তাব পেয়ে এই হাই প্রোফাইল কোচ বিসিবি’র প্রস্তাবে সম্মতি দিয়েছেন । আগামী অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরে ক্রেইগ ম্যাকমিলান বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন।বাংলাদেশ দল শ্রীলংকা পৌছে পাবে ক্রেইগ ম্যাকমিলানকে। টেস্ট সিরিজ পূর্ব শ্রীলংকা সফরে মুশফিক,তামিম,লিটনরা অনুশীলন ক্যাম্পেই পাবে ম্যাকমিলানকে।৪৩ বছর বয়সী এই স্টাইলিশ ব্যাটসম্যান এক সময়ে ছিলেন ড্যানিয়েল ভেট্টরির টিমমেট। বাংলাদেশের বিপক্ষে ২০০১ সালে হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি করেছেন ক্রেইগ ম্যাকমিলান। স্পিন বোলিং পরামর্শক ভেট্টরির সঙ্গে বাংলাদেশ দলেল শ্রীলংকা সফরে ব্যাটিং পরামর্শক পার্টনার হচ্ছেন তিনি।