আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজাপাকসে

শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচনে দলের ব্যাপক জয়লাভের পর রোববার শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা দলের নেতা মাহিন্দ রাজাপাকসে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

কূটনীতিক এবং শাসক ও বিরোধী দলসমূহের বিধায়কদের উপস্থিতিতে রাজধানী কলম্বোর উপকণ্ঠে কেলানিয়া বৌদ্ধ মন্দিরে জাকজমকপূর্ণ আনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজাপাকসে শপথ গ্রহণ করেন। ২২৫ সদস্যের সংসদে ৫ আগষ্ট অনুষ্ঠিত নির্বাচনের রাজাপাকসের দল ১৪৫টি আসন লাভ করে এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ গ্রহণ করলেন তিনি। তাঁর নতুন মন্ত্রিসভা এ সপ্তাহের শেষের দিকে শপথ গ্রহন করবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত বুধবার অনুষ্ঠিত সংসদ নির্বাচন ছিল শ্রীলঙ্কার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন। ৭১ শতাংশ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। কোভিড -১৯ মহামারীর কারণে কঠোর স্বাস্থ্য নির্দেশনার আওতায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

দেশটিতে ২ হাজার ৮শ’ লোক করোনায় আক্রান্ত হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গটাবায়া রাজাপাকসে বলেন, ২০ আগস্ট নতুন সংসদ ডাকা হবে।

সূত্রঃ বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Back to top button