করোনাভাইরাসজাতীয়

সংসদ সচিবালয়ের ৯১ কর্মী করোনা পজিটিভ

বাজেট অধিবেশনের পরিসরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীর মধ্যে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৯৫৫ জনের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।

সংসদ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণায় অধিবেশন উপলক্ষে গত ২ জুন থেকে সংসদে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষা শুরু হয়েছিল। গত ৮ জুন ওই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

তবে যাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বা যাচ্ছে তাদের বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। শনাক্ত হওয়ার পর তারা নিজ নিজ বাসায় আইসোলেশনে যাচ্ছেন। এ ছাড়া রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক সেখ মো. ইউনূস আলী।

এদিকে আক্রান্তদের সবাই সরাসরি সংসদ সচিবালয়ে কর্মরত নন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা। তিনি আরও বলেন, সংসদ ভবন সংশ্লিষ্ট গণপূর্ত দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষা শুরুর পর যারা ‘পজিটিভ’ হয়েছেন, তাদের মোবাইলে বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। সংসদের নিরাপত্তা দপ্তর তাদের কার্যালয়ে না যাওয়ার জন্য বলেছে। শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে।

করোনাভাইরাস সঙ্কটকালে চলমান বাজেট অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছে সংসদ সচিবালয়। সাময়িকভাবে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হয়েছে। অধিবেশন কক্ষের স্বাস্থ্য নিরাপত্তায়ও বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনের পরিসরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fourteen =

Back to top button