সংসার ভাঙার পেছনে দায়ী এই ডিম!
স্ত্রী খুব ডিম খেতে পছন্দ করেন। কিন্তু দিনমজুর স্বামীর পক্ষে প্রতিদিন স্ত্রীকে ডিম খাওয়ানো সম্ভব হয় না। এতেই বিরক্ত তিনি। শেষমেশ প্রেমিককে নিয়ে পালালেন ডিমপ্রিয় স্ত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিন জানায়, চার মাস আগে ওই নারী তার প্রেমিকার সঙ্গে পালিয়ে যান। পরে ফিরে এসে পুলিশকে জানান, স্বামী তার ডিমের চাহিদা পূরণ করতে পারেন না। এ কারণে বিরক্ত হয়ে চলে যান তিনি। শনিবারও ডিম নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় ওই নারীর। এর জের ধরে তিনি আবার চলে যান।
তবে কথিত ওই প্রেমিককেও পাওয়া যায়নি তার বাড়িতে। দুজন একসঙ্গে পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ওই নারীর স্বামী একজন দিনমজুর হিসেবে কাজ করেন। তিনি জানান, তার স্ত্রী খুবই ডিম পছন্দ করেন। কিন্তু তার জন্য প্রতিদিন ডিম কিনে দেয়ার সামর্থ্য তার নেই। এই দুর্বলতার সুযোগ নিতেন তার স্ত্রীর প্রেমিক। তিনি প্রতিদিন তার জন্য বাড়িতে ডিম নিয়ে আসতেন।