সঠিক মাস্ক, পিপিই সরবরাহের জন্য নজরদারি বাড়ানো প্রয়োজন: প্রধানমন্ত্রী
করোনাভাইরাস সংক্রমণ রোধে সঠিক মাস্ক এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বাক্সের ওপরে লেখা রয়েছে এন৯৫ মাস্ক। কিন্তু ভেতরের জিনিটা সঠিক কি না তা আপনাদের দেখা দরকার।’
প্রধানমন্ত্রী সোমবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নজরদারি বাড়ানোর প্রয়োজন। যারা সাপ্লাই দেয়, তারা সঠিকভাবে সবকিছু দিচ্ছে কিনা? যিনি এসব পিপিই গ্রহণ করবেন তিনি যেন (বাক্সের ভিতরের জিনিস) দেখেশুনে তা গ্রহণ করেন।’
সম্প্রতি মহানগর হাসপাতালে (বাবুবাজার) যেসব পিপিই পাঠনো হয়েছে তা সঠিক ছিল না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি আমাদের মন্ত্রীর কাছে কিছু ছবি পাঠিয়েছি।’
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আছাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, সিএমএসডির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল্লাহ এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের অফিস থেকে ভিডিও কনফারেন্সের সাথে যুক্ত ছিলেন।
মো. শহিদুল্লাহ জানান, তারা গত রবিবার পর্যন্ত ১৪ লাখ ৬৭ হাজার ৪০টি পিপিই গ্রহণ করেছেন। এর মধ্যে ১০ লাখ ৯৩ হাজার ১১৯টি পিপিই বিতরণ করা হয়েছে। এখন তিন লাখ ৭৩ হাজার ৯২১টি পিপিই স্টোরে রয়েছে।
তিনি বলেন, পিপিইগুলোর ৭০ শাতাংশ স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়েছে, বাকি ৩০ শতাংশ বিদেশ থেকে বিশেষত চীন থেকে আমদানি করা হয়েছে।
সিএমএসডি পরিচালক জানিয়েছেন, এন৯৫ মাস্ক এখন পাওয়া যায় না। তবে কেএন৯৫, এফএফপি২ বা পি২ মাস্কগুলো মানের দিক থেকে এন৯৫ এর মতোই।
তিনি বলেন, সিএমএসডিতে এমন দুই লাখ মাস্কের মজুদ রয়েছে, যা এখন বিতরণ করা হচ্ছে।
করোনাভাইরাস মহামারির পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের চারটি এবং ময়মনসিংহ বিভাগের চারটিসহ মোট আটটি জেলার সরকারি কমকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করার জন্য ভিডিও কনফারেন্সটি আয়োজন করা হয়েছিল।
জেলাগুলো হলো- ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, পিএমও সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবরঃ ইউ.এন.বি