সন্ত্রাসী হামলায় ৫ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত
পাকিস্তানে টহলরত সেনাদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। এতো পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই সেনাবাহিনী সদস্য। এ সময় আরও কয়েকজন সেনাসদস্য আহত হয়েছেন। দেশটির বেলুচিস্তানের সিবি জেলার সানগান এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, শুরুতে সন্ত্রসীরা অতর্কিত হামলা চালায় সেনাদের ওপর। পরে সেনাবাহিনীও পাল্টা হামলা চালায়। শুরু হয় গুলি বিনিময়। এসময় সন্ত্রাসীরা ভারী অস্ত্রের ব্যবহার করে। সেনাবাহিনীর প্রতিরোধমূলক হামলায় সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় আইএসপিআর।
নিহত পাঁচ জনের পরিচয় নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। নিহতরা হলেন হাবিলদার জাফার আলি খান, ল্যান্স নায়ক হিদায়েতুল্লাহ, ল্যান্স নায়ক নাসির আব্বাস, ল্যান্স নায়ক বশির আহমেদ ও সিপাহি নুরউল্লাহ। পরে সন্ত্রাসীদের হামলায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। এটিকে কাপুরুষোচিত হামলা হিসেবেও উল্লেখ করেন তিনি।
এছাড়া পাকিস্তান মুসলিম লীগ ও বিরোধীদলীয় নেতা সেহবাজ শরীফও এ হামলায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, বেলুচিস্তানে প্রায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে থাকে। রাজ্যটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন তিনি।
এছাড়া গত ২০ জুন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান ও সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষে তিন জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন সেনাসদস্য এবং বাকি দুই জন জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান সদস্য।
এর আগে গত ১৭ জুন বেলুচিস্তানের তুরবত বিমানবন্দরের পাশে সন্ত্রাসীদের হামলায় নায়েক আকিল আব্বাস নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। গত ১৪ জুন বেলুচিস্তানে একই ধরনের হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের চার সেনা সদস্য। এছাড়া গত ৩ জুন রাজধানী ইসলামাবাদে সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সূত্র: ডন