রাজনীতি
সফিউল বারী বাবুর পরিবারকে ফ্ল্যাট দিল বিএনপি
স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি সফিউল বারী বাবুর পরিবারের পাশে দাঁড়াল বিএনপি। দলের পক্ষ থেকে বাবুর পরিবারের থাকার জন্য একটি ফ্ল্যাট দেয়া হয়েছে।
রোববার বাবুর ইস্কাটনের বাসায় তার স্ত্রী বীথিকা বিনতে হোসাইনের হাতে ফ্ল্যাটের প্রয়োজনীয় দলিলপত্র তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় শফিউল বারী বাবুর সন্তান বারী তুহিন, আয়হান বারী সাঈদ ও ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই মারা যান স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু।