রাজনীতি

সম্মুখ যোদ্ধাদের মনোবল হারালে চলবে না: কাদের

করোনাভাইরাসের এই সংকটে যারা সম্মুখে থেকে যুদ্ধ করছেন তাদের কোন অবস্থাতেই মনোবল হারালে চলবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকারসহ পুরো জাতি আপনাদের পাশে আছে।

সোমবার (৪ঠা মে) সকালে, সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, প্রতিকূল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার অগ্রাধিকার পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসানো হয়েছে, এখন সেতুর ৪,৩৫০ মিটার দৃশ্যমান। সামাজিক দুরত্ব ও ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার কোনো বিকল্প নেই, তা না হলে আমাদের দুর্বলতার সুযোগে করোনা আরও বিধ্বংসী হয়ে উঠবে। করোনা সংক্রমণের বিস্তার ঘটবে।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারাদেশে যে ত্রাণ বিতরণ করছে তাদের তালিকা তৈরি করে দলীয় প্রধানের কাছে প্রেরণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + nineteen =

Back to top button