সরকার বিরোধী আন্দোলনের ক্ষমতা নেই বিএনপির : শাজাহান খান
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, “সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে সেই ক্ষমতা বিএনপির নেই। কারণ তাদের জনগণ বিশ্বাস করে না। তারা বঙ্গবন্ধুকে খুন করে বিএনপি গঠন করেছিল। তারা খুনিদের নিয়ে দল করেছে বলে তাদের কোনো পরিকল্পনা সার্থক হবে না।”
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সরকারি কলেজের নবনির্মিত পাঁচ তলাবিশিষ্ট বিজ্ঞান ও একাডেমিক ভবন কাম এক্সামিনেশন হলের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “বিএনপির আশা কোনো দিন পূরণ হবে না। জনগণের জন্য রাজনীতি করেছে বঙ্গবন্ধু ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাইতো জনগণ আওয়ামী লীগকে পছন্দ করে। তাদের মনের মধ্যে বঙ্গবন্ধুর নাম।”
মাদারীপুর সকরারি কলেজের অধ্যক্ষ রেবতী মোহন সরকারের সভাপতিত্বে ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক ড রহিমা খাতুন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতা-কর্মীসহ সহস্রাধিক ছাত্র-ছাত্রী।