রাজনীতি

সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়ঃ মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমানের খেতাব বাতিলের চক্রান্ত, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বলেন “এ সরকার জনগণের সরকার নয়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ডিজিটাল আইনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়”। খবর ডিবিসি টিভি

তিনি বলেন, আমাদের নেতাকর্মীকে আটক করে নির্যাতন করা হয়। নেতাকর্মীসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এ আইনে আটক সবাইকে মুক্তি দিতে হবে। যমুনা টিভি

মির্জা ফখরুল আরও বলেন, ‘৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে সরকার। নির্বাচন কমিশনকে পদত্যাগ করে নতুন কমিশন গঠনের দাবিও জানান তিনি। খবর ৭১ টিভি

মির্জা ফখরুল অভিযোগ করেন, আপনারা জানেন ডিজিটাল নিরাপত্তা আইনকে কেন্দ্র করে আজ সমস্ত বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। এই সরকার গণতান্ত্রিক সরকার নয়। জনগণের সরকার নয়। তারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বেআইনিভাবে ভোটের আগের রাতে ভোট কেড়ে নিয়ে গিয়ে ক্ষমতা দখল করে বসে আছে। এই দখলদারির সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্যে আজকে এই ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eight =

Back to top button