Lead Newsকরোনাভাইরাসজাতীয়

সশস্ত্রবাহিনীর ১০২০ জন সদস্য করোনায় আক্রান্ত, মারা গেছেন ১০ জন

দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন সদস্য এতে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ১০ জন ইতোমধ্যে মারা গেছেন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর।

এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন সদস্য এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তাদের পরিবারের আরো ৯২ জন সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জনসহ মোট ১ হাজার ৩৬৪ জনের এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন ইতোমধ্যে মারা গেছেন। ৯৩৩ জন দেশের বিভিন্ন সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ৪২১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ নিজ আবাসস্থলে ফিরে গেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত মারা যাওয়া সেনা সদস্যদের ৮ জনের বয়স ৬০ বছরের বেশি ছিল। তারা অবসরপ্রাপ্ত ছিলেন। বাকি দুইজন কর্মরত সেনা সদস্য দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিরাময় রোগে ভুগছিলেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন বাকিরা সবাই বর্তমানে সুস্থ আছেন।

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজিসহ (এএফআইপি) দেশের প্রতিটি হাসপাতালে মোট ১৩টি ‘আরটি-পিসিআর’ মেশিন রয়েছে। সেখানে এখন পর্যন্ত ৭ হাজার ৪১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসকদের দিয়ে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালগুলোতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী মজুদ আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + three =

Back to top button