করোনাভাইরাসনগরজীবন
সস্ত্রীক করোনায় আক্রান্ত সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। তার স্ত্রীও একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার নমুনা পরীক্ষার ফল করোনাভাইরাস পজেটিভ আসে মুস্তাফিজ শফি এবং তার স্ত্রীর। তবে পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত নন।
সমকাল সূত্রে জানা গেছে, মুস্তাফিজ শফি এবং তার স্ত্রীর শারীরিক অবস্থা বেশ ভালো আছে। দুজনই বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন প্রায় সব শ্রেণি-পেশারা মানুষ। এর মধ্যে করোনাকালের সম্মুখযোদ্ধা খ্যাত সাংবাদিকরা ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে কয়েকজন মারাও গেছেন।