সম্প্রতি টেলিফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব আল হাসান। কিন্তু যে চুক্তির মাধ্যমে সাকিব এ দূত হয়েছেন তাকে অবৈধ আখ্যায়িত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন।
ইউএনবি এক প্রতিবেদনে জানায়, শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেন, এ চুক্তি পুরোপুরি অবৈধ। ক্রিকেটারদের চুক্তির কাগজে স্পষ্টভাবে বলা হয়েছে যে, তারা বোর্ডের পূর্ব অনুমতি ছাড়া দেশের কোনো টেলিকম সংস্থার সাথে চুক্তি করতে পারবেন না।
‘সাকিব সেই চুক্তি লঙ্ঘন করেছে। তাই আমরা বিষয়টির ব্যাখ্যা চেয়ে তার কাছে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি,’ যোগ করেন বিসিবি প্রধান।
নাজমুল হাসান বলেন, বোর্ডের নিয়মের সাথে সাংঘর্ষিক হলেও সাকিব কেন চুক্তিটি করেছে তা তাদের বোধগোম্য নয়। ‘এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’
প্রসঙ্গত, সম্প্রতি পারিশ্রমিক বৃদ্ধিসহ দেশের ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন দাবি জানিয়ে সব ধরনের খেলা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছিল ক্রিকেটাররা। তবে তাদের অধিকাংশ দাবি বিসিবি মেনে নেয়ায় তিন দিনের মাথায় তারা খেলায় ফেরার ঘোষণা দিয়ে দেশের ক্রিকেটের অচলাবস্থার অবসান ঘটান।
ক্রিকেটারদের এমন কর্মকাণ্ডে সামনে ছিলেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। সেই সাথে শুরুতে ক্রিকেটারদের দাবির ব্যাপারে অবগত না থাকা ওডিআই অধিনায়ক মাশরাফিও দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন।