করোনাভাইরাস আতঙ্কের মাঝে ভক্তদের দারুণ সুখবর দিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মঙ্গলবার নিজের ফেসবুকের মাধ্যমে খবরটি প্রকাশ করেছেন।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে একমাত্র মেয়ে আলাইনা হাসান অব্রির একটি ছবি পোস্ট করে থাকে ছবিতে দেখা যায় অভ্রিল হাতে একটি ছোট বাচ্চার জামা তাতে লেখা ‘বাসায় স্বাগতম’। এ ছাড়া ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বিগ সিস্টারহুড’।
এই পোস্ট দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সাথে গাঁটছড়া বাঁধেন সাকিব। ২০১৫ সালের নভেম্বরে ঘরে আসে প্রথম সন্তান আলাইনা।