বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞায় আহত হয়েছেন টাইগার সমর্থকরা। আহত হয়েছেন সাকিবের দীর্ঘদিনের সহযোদ্ধা মাশরাফি বিন মোর্তজাও।
আইসিসি থেকে পাওয়া দুঃসংবাদের পর মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওডিআই অধিনায়ক।
মাশরাফি লেখেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার এ ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!’
প্রসঙ্গত, জুয়ারিদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন রাখার কারণে সাকিবের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। তবে দোষ স্বীকার করে আইসিসিকে সহযোগিতা করায় এক বছর পরই মাঠে ফিরতে পারবেন তিনি।