রাজনীতি
সাবেক মেয়র কামরানের বাসায় কাঁদলেন বর্তমান মেয়র আরিফ
কামরানের মরদেহ নিতে এগিয়ে নিয়ে এলেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটের লালাবাজার থেকে তিনি মরদেহ সঙ্গে করে নিয়ে নগরীর ছড়ারপাড়স্থ বাসায় ফেরেন। তার আগে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় গেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বদরউদ্দিন আহমদ কামরানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। কামরানের মৃত্যুতে শোকাহত আরিফ। ছড়ারপাড়স্থ বাসায় গিয়ে তিনি কেদে ফেলেন। রাজনৈতিক প্রতিপক্ষ হলে কামরান ও আরিফের মধ্যে পারস্পরিক সর্ম্পক ছিলো চমৎকার। আরিফ বলেন- যখনই যে পরামর্শ চেয়েছি পেয়েছি। তার শূন্যতা পুরন হওয়ার নয়।