Lead Newsআইন ও বিচারজাতীয়
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল!
দেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
ইতোমধ্যেই তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে মর্মে জানিয়েছে মানবজমিন ও আমাদের সময়সহ বিভিন্ন সংবাদ মাধ্যম।
ঐসব খবরে বলা হয়, এক পত্র মারফত জেনারেল আজিজকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরায় জেনারেল আজিজের দুর্নীতি ও নানা অনিয়মের খবর প্রচারের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০২১ সনের ২৪শে জুন অবসরে যান।