সারা’র সঙ্গে প্রেম ছিল সুশান্তের
একের পর এক বেরিয়ে আসছে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার চাঞ্চল্যকর সব তথ্য। তারই ধারাবাহিকতায় এবার জানা গেল, সারা আলি খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রয়াত এই বলিউড তারকার। সম্প্রতি এমনটাই দাবি করেছেন সুশান্তের বন্ধু হাওকিপ স্যামুয়েল।
এ নিয়ে ইনস্টাগ্রাম প্রোফাইলে হাওকিপ লিখেছেন, কেদারনাথ এর প্রচারণার দিনগুলো আমার খুব ভালো করে মনে আছে। সুশান্ত-সারা পুরোপুরি প্রেমে মজে ছিলেন। যা ছিলো অবিচ্ছেদ্য। একদম খাঁটি। তাদের দুজনেরই একে অপরের প্রতি ছিল প্রচণ্ড শ্রদ্ধা যা আজকাল সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাওয়া বিরল।
তবে সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘সুনচিরিয়া’র ব্যর্থতার পর ভেঙে যায় এই জুটির প্রেম। তবে তার জন্য অবশ্য বলিউড মাফিয়াদের দায়ী করেছেন হাওকিপ।
এ প্রসঙ্গে হাওকিপ আরো বলেন, সুশান্তের জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রদ্ধাশীল ছিলেন সারা। সুশান্তও একই। হোক সেটি পরিবারের সদস্য, বন্ধুবান্ধব বা কর্মী। আমি অবাক হয়েছি যে ‘সুনচিরিয়া’র ব্যর্থতার পরে সারা সুশান্তের সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত বলিউড মাফিয়ার কোনো চাপের কারণে নিয়েছিলো কিনা?
এদিকে, হাওকিপের পোস্টের পরই সুশান্ত-সারাকে নিয়ে মন্তব্য করে কঙ্গনা রনৌত টুইটারে লিখেন, সুশান্ত-সারার প্রেমের খবর এখন গোটা মিডিয়ায় ছেয়ে গিয়েছে। কেন এই ফ্যান্সি নেপোটিজম কিডরা আউটসাইডারদের সঙ্গে এই নাটক করেন। তারপর সকলের সামনে তাকে ঠকিয়ে চলে যান।
কঙ্গনা আরো বলেন, আমার বিশ্বাস, সারাও সুশান্তের সঙ্গে প্রেমে আবদ্ধ ছিলেন। তবে মুভি মাফিয়া আর ইন্ডাস্ট্রির প্রচণ্ড চাপে সেই সম্পর্ক ভেঙে গিয়েছে।
উল্লেখ্য, অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন সারা আলি খান। যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন সুশান্ত সিং রাজপুত। সেখান থেকেই শুরু হয় এই তারকা জুটির প্রেম।