সালমান খান এখন বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর!
বাংলাদেশে কোমল পানীয় পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বলিউড অভিনেতা সালমান খান কাজ করছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেপসি বাংলাদেশের ভেরিফায়েড পেজে বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টার দিকে এ সংক্রান্ত একটি ভিডিও বিজ্ঞাপন পোস্ট করা হয়। বাংলা ভাষায় ডাবিং করা বিজ্ঞাপনটিতে সালমানকে বলতে শোনা যায়, “প্রতি চুমুকে সোয়্যাগ (SWAG)।”
উল্লেখ্য, তারুণ্যনির্ভর ব্র্যান্ড হিসেবে পেপসি সবসময়ই সময়ে সঙ্গে পরিবর্তনশীল তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে আসছে। বর্তমান সময়ের তরুণদের ট্রেন্ড বিবেচনায় তারা এবার মাথায় রেখেছে “সোয়্যাগ” শব্দটিকে।
পেপসির ভাষ্য, তাদের নতুন ক্যাম্পেইন “প্রতি চুমুকেই সোয়্যাগ” ইঙ্গিত করে, দেশের বর্তমান তরুণ প্রজন্ম আগের যে কোনো সময়ের তুলনায় আত্মবিশ্বাসী। এই ক্যাম্পেইনের মাধ্যমে বর্তমান সময়কার তারুণ্যের শক্তিকে সামনে তুলে ধরবে পেপসি। আর এটি পরিচালিত হবে সালমান খানের দৃপ্ত ও আত্মবিশ্বাসী অবয়বকে কেন্দ্র করে।
এ বিষয়ে সালমান বলেন, বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি খুবই আনন্দিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ আমাকে অসামান্য ভালোবাসা দিয়েছেন। আমি মনে করি পেপসির সঙ্গে নতুন এই যাত্রায়ও আমি এখানকার মানুষের সেই ভালোবাসা পাব। নতুন এই ক্যাম্পেইন দেশব্যাপী ভোক্তাদের মধ্যে আলোড়ন সৃষ্টিতে সক্ষম হবে বলে বিশ্বাস করি।
[embedyt] https://www.youtube.com/watch?v=NLclhrTOxWc[/embedyt]