Lead Newsকরোনাভাইরাস
সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা আসছে
কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে টিকার এই চালান নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়।