রাজনীতি
সিলেট পৌঁছলো কামরানের মরদেহ
সিলেটে এসে পৌঁছেছে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ। দুপুর সাড়ে ১২ টার দিকে তার মরদেহ নগরীর ছড়ারপাড়স্থ বাসায় এসে পৌছলে হৃদয় বিদারক ঘটনার অবতারনা হয়। সংক্রমন বিধিতে কঠোর বিধি নিষেধ থাকলেও প্রিয় নেতা কামরানকে দেখতে এক নজর দেখতে ভিড় জমান অনেকেই। কামরানের মরদেহ গাড়ি থেকে নামিয়ে গোছল খানায় নিয়ে যাওয়া হয়। এদিকে- কামরানের মরদেহ বাসায় পৌছলে স্ত্রী আসমা কামরান ও সন্তানরা আহাজারি করেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠে পরিবেশ। বড় ছেলে আরমনা আহমদ শিপলু বাসায় পৌছে আর্তনাদ শুরু করেন। বলেন- বাবাকে তো এভাবে বাসায় নিয়ে আসার কথা ছিলো না।
বাবাকে আর দেখতে পারবো না। এ সময় তার আহাজারীতে কেদে উঠেন অনেকেই।