সুশান্ত আত্নহত্যাঃ এক মাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
অবশেষে মাদককাণ্ডে এক মাস পর বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী জামিন পেয়েছেন। আজ বুধবার সকালে বোম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন।
ভারতীয় গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, এক লাখ রুপি মুচলেকায় জামিন পেয়েছেন রিয়া। তবে জমা রাখতে হবে রিয়ার পাসপোর্ট। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং বৃহত্তর মুম্বাইয়ের বাইরে যেতে হলে তাঁকে তদন্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে।
এছাড়াও, আগামী ১০ দিন নিকটবর্তী থানায় হাজিরা দিতে হবে তাঁকে।
রিয়া জামিন পেলেও একই মামলায় জামিন পাননি রিয়ার ভাই শৌভিক।
দীর্ঘ আলোচনার পর মাদক মামলায় গত ৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হন রিয়া চক্রবর্তী। এরপর রিয়ার জামিন আবেদন নাকচ করে ১৪ দিনের কারাবাসে পাঠানো হয় তাঁকে। পরে মাদক মামলা-সংক্রান্ত বিশেষ আদালত এনডিপিএস (নারকোটিকস ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) তাঁর কারাবাসের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলেন।