শোবিজ
সুশান্তকে খুন করা হয়েছে বলে অভিযোগ বলিউড অভিনেত্রীর
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন নাকি তাকে খুন করা হচ্ছে- এ নিয়ে প্রশ্ন তুলে এবার বলিউড অভিনেত্রী পায়েল রোহতগি অভিযোগ করলেন, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে সুশান্তকে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, পায়েল রোহতহি সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করেন। তার অভিযোগ, সুশান্ত সিং রাজপুতের চিকিৎসা যিনি করছিলেন, সেই কেশরি চাভড়ার ওষুধ খেয়ে সুশান্ত আরও বেশি করে অবসাদগ্রস্থ হয়ে পড়ছিলেন। শুধু তাই নয়, কেশরি চাভড়ার সঙ্গে মহেশ ভাট এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
পায়েল আরও দাবি করেন, সুশান্ত আত্মহত্যা করেননি। পরিকল্পনা করে তাকে খুন করা হয়ছে।
পায়েল এর আগে দাবি করেছিলেন, মহেশ ভাটই নাকি রিয়া চক্রবর্তীর মাধ্যমে সুশান্তকে চিকিৎসকের কাছে পাঠান।