সেই উহানে মাস্ক ছাড়াই হাজারও মানুষের পার্টি!
করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহানের একটি ওয়াটার পার্কে হাজার হাজার মানুষ মাস্ক ছাড়াই এক পার্টিতে যোগ দিয়েছে। মহামারির ধকল সামলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে উহানের ওই পার্কে সাপ্তাহিক ছুটির দিনে এই পার্টি করে তারা।
ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানায়, উহান মায়া বিজ ওয়াটার পার্কে সংগীত উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে হাজার হাজার মানুষ সুইমস্যুট ও গগলস পরে পার্কের পানিতে আনন্দে মেতে ওঠে। এ সময় অনেকে রাবারের তৈরি নৌকায় চড়ে পার্কের পানিতে ঘুরে বেড়ায়।
করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর বিধি-নিষেধের পাশাপাশি ৭৬ দিনের লকডাউন শেষে গত জুনের দিকে ধারাবাহিকভাবে খুলতে শুরু করে উহান। সেই সময় পুনরায় খুলে দেওয়া হয় উহানের জনপ্রিয় মায়া বিজ ওয়াটার পার্ক।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে ৫০ শতাংশ মানুষকে পার্টিতে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। এ ছাড়া নারী দর্শনার্থীদের জন্য ৫০ শতাংশ ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়।
গত বছরের ডিসেম্বরে উহানের একটি সামুদ্রিক খাবার বিক্রির বাজারে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। পরে এক কোটি ১০ লাখ মানুষের এই শহরের গণ্ডি পেরিয়ে করোনা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।