সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে একটি চক্র বাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে একটি চক্র শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। তবে সেনাবাহিনী আগের চেয়ে এখন আরও দক্ষ ও সুশৃঙ্খল বলে তা সম্ভব নয়।’
রোববার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কর্তৃক নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় বাহিনীর সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন সেনাবাহিনী প্রধান।
দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুতের পাশাপাশি উন্নতমানের দন্ত সেবা প্রদানের নির্দেশনাও প্রদান করেন তিনি।