এ যেন এলেন, দেখলেন এবং জয় করলেন! প্রথমবারের মতো উঠেছিলেন কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে। তাতেই বাজিমাত। কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।
২৪তম গ্র্যান্ডস্ল্যাম জিতে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন মার্কিন কৃষ্ণকলি। টেনিস ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জেতা মার্গারেট কোর্টের পাশে যেতে মরিয়া ছিলেন তিনি। ছিলেন হট ফেভারিটও।
কিন্তু তার স্বপ্ন গুঁড়িয়ে টুর্নামেন্টের নারী এককে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন কানাডার ১৯ বছর বয়সী বিস্ময় বালিকা! শনিবার ফাইনালে নিউইয়র্কে ৬-৩, ৭-৫ সেটের সরাসরি জয় নিয়ে কোর্ট ছাড়েন তিনি।
যুগান্তরের এক রিপোর্টে বলা হয়েছে, ২০০৬ সালে চমক দেখান মারিয়া শারাপোভা। প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জেতেন তিনি।রুশ স্বর্ণকেশীর পর এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আন্দ্রেয়েস্কো।
২০১৭ সালে মা হওয়ার পর ফিরে গ্র্যান্ডস্ল্যাম জেতা হয়নি সেরেনার। এবার শিরোপার সুবাস পেলেও আক্ষেপ নিয়ে কোর্ট ছাড়তে হলো ৩৭ বছর বয়সী টেনিস রাণিকে।