নগরজীবনশিক্ষাঙ্গন
সেশনজটমুক্ত শিক্ষাবর্ষের দাবি মেডিক্যাল শিক্ষার্থীদের
সেশনজটমুক্ত মেডিক্যাল শিক্ষাবর্ষসহ ৪ দফা দাবিতে ঢাকা, সিলেট, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন করেছে মেডিক্যাল শিক্ষার্থীরা।
সকালে শাহবাগে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা, পরীক্ষার পরবর্তী ধাপের অনলাইন ক্লাস শুরু, সেশনের বাইরে বেসরকারি মেডিকেলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন না দেয়াসহ নানা দাবি তুলে ধরেন।
বন্ডসাইন দিয়ে মেডিক্যাল শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন তারা। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান মেডিক্যাল শিক্ষার্থীরা।